আগস্ট মাসে পয়েন্ট টু পয়েন্টে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯১ শতাংশে, যা জুলাই মাসে ছিল ৭ দশমিক শূন্য ৪ শতাংশ। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৯৪ শতাংশ।
এ ছাড়া খাদ্যবর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৭১ শতাংশ।
আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সব তথ্য প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মুস্তফা কামাল, পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম প্রমুখ।
পরিকল্পনামন্ত্রী বলেন, 'চলতি অর্থবছরের শেষে সার্বিক মূল্যস্ফীতি ৬ শতাংশে দেখতে চাই। বিশ্বের বিভিন্ন দেশ মন্দা থেকে বেরিয়ে আসছে তাই বছর শেষে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশে নিয়ে যেতে চাই।'
তিনি আরও বলেন, 'সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা হবে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দলিল। আমরা ২০৩০ সাল নাগাদ বিশ্বের উন্নত দেশে পরিণত হতে চাই।'