বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগের কারণেই দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। কারণ তারা জনগণের কথা বলার সকল পথ বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের সময় এর আগেও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল।'
আজ শনিবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে দেখে ফেরার পথে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর খুবই ইতিবাচক। দেশের অর্থ-সামাজিক উন্নয়নে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'
অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বিএনপি ও তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাস করেন। আমরা সকলের রাজনীতি করার অধিকারে বিশ্বাস করি।'
ড. আর এ গণি সম্পর্কে তিনি বলেন, 'তিনি এখন সুস্থ আছেন। আশা করি খুব শিগগির তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।'