নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯৩ শল্লা গ্রামের বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানির সাথে গ্যাস নির্গত হচ্ছে। গত কয়েকদিন ধরে এ দৃশ্য দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করছে হাজার হাজার উত্সুক জনতা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনে দুবাই ভিত্তিক দাতা সংস্থার অর্থায়নে বসানো টিউবওয়েলটির উপরের অংশে গ্যাস বের হচ্ছে। যাতে দিয়াশলায়ের কাঠি দিয়ে আগুন দিলে জ্বলে উঠে।
বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন জানান, গত ১ মাস আগে হাজিরহাট ফাজিল মাদ্রাসা মোহতামিম নুরুল ইসলামের সহযোগিতায় ও দুবাই ভিত্তিক দাতা সংস্থার অর্থায়নে বিদ্যালয়ের সামনে ২'শ ৫০ ফিটের একটি টিউবওয়েল বসানো হয়। টিউবওয়েল বসানোর পর থেকে প্রায় সময় এর ভিতর থেকে হঠাৎ-হঠাৎ করে শব্দ বের হত। গত ২-৪ দিন আগে সন্ধ্যায় বিদ্যালয়ের পিয়ন বাবুল, স্থানীয় শহিদ ও শাহজাহানসহ কয়েকজন টিউবওয়েরের ভিতরের থেকে শব্দ আসছে শুনেতে পেয়ে টিউবওয়েলের কাছে যায়। এসময় তারা গ্যাস বের হচ্ছে বুঝতে পেরে টিউবওয়েলের পানিতে দিয়াশলায়ের কাঠি দিয়ে আগুন দিলে তা জ্বলতে দেখে।