জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেছেন।
আজ বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে দুই নেতার মধ্যে এ বৈঠক শুরু হয়। গণভবনের শিমুল কনফারেন্স হলে প্রথমে দুই নেতার একান্ত বৈঠক হয়। পরে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক।
এই বৈঠক শেষে বিকাল পৌনে ৬টার দিকে গণভবনের চামেলি কনফারেন্স হলে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে জাপানকে সমর্থন জানিয়ে বাংলাদেশ প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রেলমন্ত্রী মজিবুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে দেশটির সফররত উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।