জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে যৌথ ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে জাপানকে সমর্থন জানিয়ে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।
পরে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের হাতে উপহার হিসাবে দেওয়া দুটি রয়েল বেঙ্গল টাইগারের ছবিযুক্ত অ্যালবাম তুলে দেন।
এজন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে এ সময় সেদেশের বিশেষ মুদ্রা উপহার-স্মারক হিসাবে তুলে দেন, যে মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে।
আজ বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে এ বৈঠক শুরু হয়। গণভবনের শিমুল কনফারেন্স হলে প্রথমে দুই নেতার একান্ত বৈঠক হয়। পরে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক।
এই বৈঠক শেষে বিকাল পৌনে ৬টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি কনফারেন্স হলে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হন।