বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ সন্ধ্যায় বঙ্গভবনে সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বঙ্গভবনে যান। সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করেন তিনি।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি উদ্দেশ্য করে রাষ্ট্রপতি বলেন, জাপান বাংলাদেশকে যে ৬ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিচ্ছে দেশের মানুষ তাতে খুশি হয়েছে।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে দেওয়া অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমন জাপান সফর করেন। এর পর থেকে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনঃগঠনে সহায়তা শুরু করে জাপান।
জাপান প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র। জাপান-বাংলাদেশের মধ্যে নিবিড় অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে তা আরো জোরদার হবে।
সফর সঙ্গী ব্যবসায়ী প্রতিনিধি দলের কথা রাষ্ট্রপতিকে অবহিত করে জাপানি প্রধানমন্ত্রী বলেন, এসব ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া রয়েল বেঙ্গল টাইগার দেখার জন্য জাপানিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও তিনি জানান।