মহেশখালী উপজেলার অদূরে সোনাদিয়া উপকূল থেকে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল সন্ধ্যার পর থেকে এসব লোকজনকে ট্রলারে ওঠানো হচ্ছিল বলে জানা গেছে।
গভীর রাতে গোয়েন্দা সংস্থার সহায়তায় কোস্টগার্ডের একটি ইউনিট সমুদ্রে অভিযান চালায়। এক পর্যায়ে সোনাদিয়া পয়েন্ট থেকে একটি ট্রলার জব্ধ করা হয়। এ সময় ট্রলার থেকে ১৮ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
এরপর উদ্ধার হওয়া লোকজনসহ ট্রলারটি উপকূলে নিয়ে আসা হয় বলে জানা গেছে।