জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট পরিদর্শনে এসেছেন। আজ সকাল সকাল সাড়ে ৯টায় তিনি চারুকলা ইনস্টিটিউটে এসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য সহিদ আখতার হোসাইন (প্রশাসন), উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান।
আবে চারুকলার গ্যালারিতে অায়েজিত একটি প্রদশর্নী ঘুরে দেখবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শিনজো আবে ২১ ঘণ্টার সফরে গতকাল ঢাকা আসেন।