দু’দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহীদুল হক হযরত শাহজালাল (রা) আন্তার্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় বিশেষ এ বিমানটি ঢাকা থেকে কলোম্বর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এর আগে শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে সস্ত্রীক বাংলাদেশে আসেন শিনজো আবে।
সফরে ঢাকায় দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে মোবাইল ও অটোমোবাইল সংযোজন খাতে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অবকাঠামো খাতের বৃহৎ প্রকল্প, বেসরকারি খাতের বিনিয়োগ রফতানি বৃদ্ধি, প্রাথমিক জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উত্পাদন বাড়াতে জাপানি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।