যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুর জামিন আবেদন আবারো নামঞ্জুর করে দিয়েছেন আদালত।
আজ রবিবার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ওইদিন তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হলে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।