অর্থমন্ত্রী আবুল মাল অব্দুল মুহিত বলেছেন, 'জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন(এমডিজি) লক্ষ্যসমূহ অর্জনে বাংলাদেশ অনেকাংশে সফল হয়েছে। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে।'
আজ রবিবার সকালে নগরীর পরিকল্পনা কমিশনে এনইসি-২ সম্মেলন কক্ষে ‘উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন: বাংলাদেশের অগ্রগতি ৭ম প্রতিবেদন-২০১৩’র সার সংক্ষেপ প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ পরবর্তী ধাপে অর্থাৎ ২০১৫-২০৩০ সালের মধ্যে এমডিজি’র অন্যান্য লক্ষ্যগুলো অর্জন করতে সক্ষম হবে। এ লক্ষ্য পূরণে আমরা অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রস্তুত।'
তিনি বলেন, 'আমরা জানি কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এবং সকল বাধাসমূহ অতিক্রম করতে হয়। স্বল্প উন্নত দেশসমূহের জন্য যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ সেগুলো অর্জন করবেই।'