যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'সরকারের অংশ হয়ে সরকারের বিরুদ্ধে তিনি (এরশাদ) কথা বলতে ও আন্দোলনের ডাক দিতে পারেন না। এটা দ্বিচারিতা।'
আজ রবিবার সচিবালয়ে ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'সমালোচনা করলে জোটের ফোরামে করতে হবে। নীতিগতভাবে প্রকাশ্যে সমালোচনা করা কিংবা আন্দোলনের ডাক দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সময়ে তিনি কী বলেন- এখন এটা দেখার বিষয়।'
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও উপ-প্রধান সেনাপতি এ কে খন্দকারের (বীরউত্তম) লেখা সদ্য প্রকাশিত বই ‘১৯৭১ : ভেতরে বাইরে’ এর বিভিন্ন তথ্য নিয়ে বিতর্ক হচ্ছে। এ বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, 'বইটি নিয়ে অনেকে আলাপ-আলোচনা করছেন। এটা নিয়ে বিতর্ক চলতে পারে।'