রংপুর বিভাগের আট জেলার ১২০টি রুটে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট চলছে। এতে আজ সকাল থেকে সারাদেশের সঙ্গে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়।
আকস্মিক এ পরিবহন ধর্মঘটে অনেক যাত্রীকে বাসস্ট্যান্ডে অবস্থান করতে দেখা গেছে। তাদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেওয়ায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ অভিযোগ করেন, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙার নির্দেশে পুলিশ রবিবার রাতে অতর্কিত শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে প্রায় ৩০ জন শ্রমিক আহত হয়েছে। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
মোটর মালিক সমিতির সভাপতি আলী আজগার পিন্টু জানান, শ্রমিকরা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এ ধর্মঘটের ডাক দিয়েছে।