২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সগির হোসেনকে রাজধানীর ভাটারা থেকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার সন্ধ্যায় তাকে আটক করে র্যাব-১।
আজ সোমবার র্যাব-১ এর সিইও তুহিন মোহাম্মদ মাসুদ গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। বিকেল ৩টায় র্যাব হেডকোয়ার্টারে এক ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।