হাকিমপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের দায়ে আটককৃত ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের বাংলাহিলি রেলওয়ে স্টেশনসংলগ্ন কামালগেটে বিএসএফ ও বিজিবির মধ্যে এক পতাকা বৈঠক হয়। এই বৈঠকের মাধ্যমে বিএসএফ ক্যাম্প কমান্ডার জাফরুল্লাহ খান হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নানের কাছে আটককৃতদের হস্তান্তর করেন।
ফেরত বাংলাদেশিরা হলেন: জয়পুরহাট জেলা সদরের লতিফ সরকারের ছেলে মশিউর রহমান সরকার (৪০), মানিকগঞ্জের শিবালয় উপজেলার দড়িকান্দি গ্রামের রণজিৎ সরকারের ছেলে সুভাষ সরকার (৬০), বগুড়ার শেরপুর উপজেলার মৃত অবিরামের ছেলে লঙ্কেস্বর (৬০), একই এলাকার কুসুমধা গ্রামের পেরিকান্ত সরকারের ছেলে রামেস্বর সরকার (৫৫), ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলা সদরের অনন্ত কুমার রায়ের ছেলে বিশ্বজিৎ রায় (২০) এবং নরসিংদীর লাইকুড়া উপজেলার মৃত সোবহানের ছেলে আবদুল হালিম (৪৫)।
প্রত্যেকেই তারা দালালের মাধ্যমে রবিবার ভোরের দিকে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। হিলি থেকে বালুরঘাট বাসস্ট্যান্ডে পৌঁছালে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান সাংবাদিকদের জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তারা আটকের পরও ফেরত দিয়েছে।