শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের মরদেহ গুলশানের আজাদ মসজিদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার দুপুর ২টা থেকে শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ফিরোজা বেগমের মরদেহ রাখা হয়। কিংবদন্তি এ শিল্পীকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে।
দুপুর দেড়টার দিকে শিল্পীর মরদেহ ইন্দিরা রোডের বাসভবন শহীদ মিনারে আনা হয়। এসময় লাশবাহী গাড়ির সঙ্গে সঙ্গে মেঝ ছেলে হামিন আহমেদ এবং ছোট ছেলে শাফিন আহমেদসহ নিকটাত্মীয়রাও সেখানে আসেন।
শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ড. আব্দুস সালাম, আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও দিপু মণি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল আলম খোকন। বিপ্লবী ওয়াকার্স পার্টির পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক, শিল্পকলা একাডেমির পক্ষে লিয়াকত আলী লাকী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাম্যবাদী দলের পক্ষ থেকে দিলিপ বড়ুয়া সিপিবি মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি বিয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জাসাসের পক্ষ থেকে আব্দুল মালেক মনির খান, অভিনেতা উজ্জল, হেলাল খান, সংগীত শিল্পী মনির খান, আব্দুল মালেক ও গাজী মাজহারুল ইসলাম, ওয়ার্কাস পার্টির পক্ষে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ড্যাবের পক্ষ থেকে ডা. জেড এম জাহিদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু শিল্পীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া কবি নজরুল পরিবারের পক্ষ থেকে কবির নাতনী খিলখিল কাজী শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের আগে হামিন আহমেদ ও শাফিন আহমেদ বলেন, নজরুলসংগীত বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মা যেমন সংগ্রাম করেছেন, কেউ এমন সংগ্রাম করেননি। তিনি সারাটা জীবন আপনাদের দিয়েই গেছেন, আপনারা সবাই আমাদের আম্মার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।
এদিকে শিল্পীর বড় ছেলে তাহসিন আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে ইতোমধ্যেই বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। তবে তাহসিনের জন্য দাফনে দেরি করা হবে কিনা এ বিষয়ে কিছু জানানো হয়নি পরিবারের পক্ষ থেকে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ফিরোজা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৪ বছর।