চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশ এক হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে। গতকাল বুধবার রাত ১টার দিকে কর্ণফুলী সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: সৈয়দ ইসলাম (২৮) ও মোহাম্মদ ইউনূস (২৪)। অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে তাদের বিরুদ্ধে দু'টি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ১টার দিকে কর্ণফুলী সেতু এলাকায় আভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে। তারা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ইয়াবা পাচারের উদ্দেশে চট্টগ্রামে নিয়ে আসছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।