রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার সংশ্লিষ্ট সড়কের সংস্কারকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন জনগণের পক্ষ থেকে আর কোনো অভিযোগ নেই। জনগণও খুশি, আমরাও খুশি।’
আজ বৃহস্পতিবার দুপুরে ওই সড়কের সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মগবাজার মোড় এলাকায় সড়কের খানাখন্দ মেরামতের জন্য আমি দশদিনের আল্টিমেটাম দিয়েছিলাম। দশদিন পার হবার আগেই সাতদিনের মাথায় কাজ শেষ হয়ে গেছে। এজন্য আমি ফ্লাইওভার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।
মগবাজার-মৌচাক ফ্লাইওভার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলামোটর, মগবাজার, সাতরাস্তা এই তিন অংশের কাজ ২০১৫’র জুনের মধ্যে শেষ হবে। তখন মানুষের ভোগান্তি অনেক কমে যাবে। এ সময় তিনি বর্তমান সময়ে মানুষের ভোগান্তির জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থণা করেন।
মেট্রোরেল প্রসঙ্গে মন্ত্রী জানান, সকালে মন্ত্রণালয়ে মেট্রোরেলের ডিজাইন এবং একই সাথে মেট্রোরেলের ১৬টি স্টেশনের ডিজাইনও পাস হয়েছে। মেট্রোরেলের কাজ আগামী বছরের শুরুতেই শুরু করা হবে।
আসন্ন ঈদ ও পূজায় যোগাযোগ ব্যবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদ ও পূজায় ঘরে ফেরা মানুষ যেনো কোনো ধরনের দুর্ভোগের শিকার না হন সেজন্য চিন্তা ভাবনা করেছি। ঈদ ও পূজা উপলক্ষে ফ্লাইওভার এলাকায় তিনদিন আগে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। একই সাথে ঈদ ও পূজার সময় দেশের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় মন্ত্রীর সাথে মগবাজার-মালিবাগ-মৌচাক ফ্লাইওভার নির্মাণকারী তমা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।