বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
এদিকে বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকে জোটের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে। এ সময় তারা সরকারবিরোধী স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তোলে।