নিজেদের আন্দোলন-সংগ্রাম ব্যর্থ হওয়ার জন্য সাংবাদিকদের দায়ী করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার অভিযোগ, সাংবাদিকরা বিএনপির সংবাদ ঠিকমতো পরিবেশন করেন না।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়ার ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি সাংবাদিকদের বিরুদ্ধে এ সব উস্কানিমূলক বক্তব্য দেন। জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র বলেন, আজ যদি আমার পরিবর্তে এখানে আওয়ামী লীগের কোনো মন্ত্রী-এমপির প্রোগ্রাম হতো, তাহলে সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়তো। প্রোগ্রাম যত ছোটই হোক না কেন, তাকে ফলাও করে বার বার প্রচার করা হতো।
সম্প্রচার নীতিমালায় সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, মিডিয়ার ৮০ শতাংশ মালিকই আওয়ামী লীগের। তাই, আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের মতো বড় বড় কর্মসূচির সংবাদ গণমাধ্যমে ঠিকভাবে প্রচারই করা হয় না।
জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এম গিয়াস উদ্দীন খোকনের সভাপতিত্বে আলোচনা সভার আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী প্রমুখ।