চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-বিএনপি'র প্রায় তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এদের মধ্যে অনেক নারীও রয়েছেন।
আজ শুক্রবার সকাল ১১টায় স্থানীয় শহীদ সাটু হলে সদর থানা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন, বিএনপি'র সুন্দরপুর ইউপির সাবেক সম্পাদক কবীর হোসেন, চরবাগডাঙ্গা ইউপি বিএনপির সভাপতি আশরাফ আলী মাষ্টার, চরবাগডাঙ্গা ইউপি সদস্য লিয়াকত আলী, আশরাফুল হক মন্টু, শহজাহানপুর ইউপি জামায়াতের সাবেক সভাপতি মো. মোর্তুজা মাষ্টার, স্থানীয় জামায়াত নেতা ওবায়দুল হক মাষ্টার, মো. নওশাদ আলী, দেবীনগর ইউপি বিনএনপি নেতা আফজাল হোসেন, আলম মেম্বার, ঝিলিম বিএনপি নেতা এহসান আলী, আব্দুল মালেক ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি নেত্রী রুমা ও রুমী।