বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান বললেন, 'আমাদের দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাধারণ মানুষ সবাই দুইভাগে ভাগ হয়ে গেছে। এখন বলা হয় আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সেটা কি জাতি শুনবে? এই জাতি জন্মের পর থেকেই গণতন্ত্রে দেখে এসেছে।'
আজ শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে 'অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা' শীর্ষক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। গোলটেবিলের আয়োজনে ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন। মিডিয়া পার্টনার একাত্তর টিভি।
পীর হাবিবুর রহমান বলেন 'স্বাধীনতার ৪৩ বছরের মধ্যে আমরা শুধু কথায় বড় হয়েছি। এখন আর পল্টনে যাওয়া লাগে না। মধ্যরাতের টকশোর মাধ্যমেই সব সম্ভব। তবে আমি বলবো সবাই সমান না। কিছু কিছু মানুষ আছেন যারা মানুষের কথা বলেন, দেশের কথা বলেন।'
তিনি বলেন, আমাদের গার্মেন্টসের অস্থিরতার পিছনে রাজনৈতিক অহিংসতা রয়েছে। এই নিষ্ঠুর রাজনীতি আমাদের গার্মেন্টসের উন্নয়নে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে।'