ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক খুজিস্তা নূর ই নাহরিন মুন্নি বলেছেন, দেশের উন্নয়ন হতে হলে আগে রাজনৈতিক উন্নয়ন হবে। এজন্য তিনি রাজনীতিবিদসহ সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
আজ শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে 'অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকটি আয়োজন করেছে দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে আমরা যেমন ব্যাবসা করতে পারবো না। তেমনি বিদেশীরা বাংলাদেশে বিনিযোগ করতে আসবে না। তাই তিনি বিদেশীদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তারও দাবি জানান।
এছাড়া বিদেশে মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকা যাতে বিদেশে পাচার না হয় সেজন্য তিনি বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে আইন করারও কথা বলেন।