সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, 'আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না এর কারণ হল দেশি বা বিদেশি কোন বিনিয়োগেই আমাদের উন্নয়ন হচ্ছে না।'
আজ শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে 'অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা' শীর্ষক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। গোলটেবিলের আয়োজনে ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন। মিডিয়া পার্টনার একাত্তর টিভি।
গোলাম মাওলা রনি বলেন 'আমরা এক পক্ষের লোক অন্য পক্ষের লোককে যা ইচ্ছা বলছি। কারও প্রতি আমাদের কোন সম্মান নেই। কবরে না নমানো পর্যন্ত আমরা শান্ত হচ্ছি না।'
তিনি বলেন, 'অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সম্ভব না। রাজনীতিবিদরা এই মূহুর্তে নিজেকে কেউ কেউ অতি মূল্যায়ন করছে, আবার কেউ কেউ নিজেকে অবমূল্যায়ন করছে। যা রাজনীতির স্থিতিশীলতায় ব্যঘাত ঘটাচ্ছে।'