ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, 'সখী গণতন্ত্র কাকে বলে সে কি শুধু যাতনাময়?' কারন হিসেবে তিনি বলেন, যে দেশে নারী নির্যাতন বাড়ছে, ভিন্ন ধর্মালম্বীদের অধিকার দিন দিন কমে যাচ্ছে, সে দেশে গণতন্ত্র কোথায়? তিনি গণতন্ত্র আনয়নে সরকারি দলের সাথে বিরোধী দলের সমঝোতার কথা বলেন। তবে সে সমঝোতা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় হতে হবে বলেও জানান তিনি।
আজ শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে 'অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকটি আয়োজন করেছে দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক স্বার্থে ভিন্ন ধর্মালম্বীদের ব্যবহার না করবেন না।
এছাড়া, দেশের উন্নয়ন সম্পর্কে ইতিবাচক মনোভাব নিয়ে তিনি বলেন, দেশে শিশু মৃত্যুহার কমেছে, রেমিট্যান্স বেড়েছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, তথ্য প্রবাহের স্বাধীনতা বেড়েছে।