এফবিসিআই এর সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, 'মানুষের আয় বেড়েছে, দেশের অর্থনীতিরও উন্নয়ন হয়েছে। আমাদের সবক্ষেত্রই এখন উর্ধমুখী, আমরা এগিয়ে যাচ্ছি।'
আজ শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে 'অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা' শীর্ষক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। গোলটেবিলের আয়োজনে ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন। মিডিয়া পার্টনার একাত্তর টিভি।
হেলাল উদ্দিন বলেন 'গত ৭/৮ বছরে আমরা ১০০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি, সমুদ্র-সীমা জয় করেছি, ৭৮৫টি পন্য এখন দেশের বাইরে যায়।'
তিনি বলেন, 'এখন আমাদের দেশে আমদানির থেকে রপ্তানি বেশি হচ্ছে। যা অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।'