গার্মেন্ট ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ'র সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম বলেছেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সেই সম্ভাবনাকে পিছনে টেনে রেখেছে। রাজনৈতিক অস্থিতিশীলতা আর দুর্নীতি দূর করা গেলে আমাদের আর কেউ আটকে রাথতে পারবে না।
আজ শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে 'অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা' শীর্ষক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। গোলটেবিলের আয়োজন করেছে বাংলাদেশ প্রতিদিন। মিডিয়া পার্টনার একাত্তর টিভি।
বাংলাদেশ প্রতিদিন'র সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপি'র সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী কর্ণেল অব. জাফর ইমাম বীর বিক্রম, সাবেক সংসদ সদস্য, গোলাম মওলা রনি, ঢাবির শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, নিরাপত্তা বিশ্লেষক জেনারেল অব. এম এ রশীদ, মেজর জেনারেল অব. মহম্মদ আলী শিকদার, এফবিসিসিআই'র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এফবিসিসিআই'র সহ সভাপতি হেলাল উদ্দিন, বিশিষ্ট নারী উদ্যোক্তা নাসরীন ফাতেমা আউয়াল মিন্টু, বাংলাদেশ প্রতিদিন'র নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান প্রমুখ।