শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই'র সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, আজ সকালে কানাডায় আমার ছেলের সঙ্গে কথা বলেছি। তার একটা প্রশ্নের উত্তর আমি কখনো দিতে পারি না। সে বলে, 'বাবা, আমি ফিরে এসে কাজ করব, নিরাপত্তা কোথায়?' এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি না।
আজ শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে 'অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গোলটেবিলের আয়োজন করেছে বাংলাদেশ প্রতিদিন। মিডিয়া পার্টনার একাত্তর টিভি।
মীর নাসির বলেন, ভূরাজণৈতিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুবিধাজনক জায়গায়। ভারত, চীন, মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। সাউথ এশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠলে আমরা আরও ভালো অবস্থানে যেতে পারবো। কিন্তু আক্ষেপের বিষয়- দেশে বিনিয়োগের চিত্র একেবারেই ধুসর। ব্যক্তিখাতের বিনিয়োগ কমছে। নিরাপত্তাহীনতার কারণে মানুষ বিনিয়োগ করতে আসছে না। এরজন্য দায়ী রাজনৈতিক অস্থিরতা। এভাবে চলতে থাকলে আমাদের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।
তিনি বলেন, '৯১ সালে যদি বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রা হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতির অবমুক্তিও তখনই ঘটে। মুক্তবাজার অর্থনীতির যাত্রা হয়। কিন্তু বিনিয়োগের অভাবে টেকসই উন্নয়ন হচ্ছে না। ব্যক্তি নিরাপত্তা হুমকির মুখে। কেউ তো জীবনের ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে আসবে না। বিকল্প জায়গা খুঁজবে।
সাবেক এ ব্যবসায়ী নেতা বলেন, কিছু উঠতি ব্যবসায়ী নিজেদের সুবিধা আদায় করতে রাজনীতিবিদ তৈরি করছে। এটা রাজনীতির ক্ষতি করছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা এটা করছে না।
বাংলাদেশ প্রতিদিন'র সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপি'র সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী কর্ণেল অব. জাফর ইমাম বীর বিক্রম, সাবেক সংসদ সদস্য, গোলাম মওলা রনি, ঢাবির শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, নিরাপত্তা বিশ্লেষক জেনারেল অব. এম এ রশীদ, মেজর জেনারেল অব. মহম্মদ আলী শিকদার, এফবিসিসিআই'র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআই'র সহ সভাপতি হেলাল উদ্দিন, বিজিএমইএ'র সহ সভাপতি শহীদুল্লাহ আজিম, বিশিষ্ট নারী উদ্যোক্তা নাসরীন ফাতেমা আউয়াল মিন্টু, বাংলাদেশ প্রতিদিন'র নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান প্রমুখ।