এফবিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, 'অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হল রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোর উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা।'
আজ শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে 'অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা' শীর্ষক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। গোলটেবিলের আয়োজনে ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন। মিডিয়া পার্টনার একাত্তর টিভি।
মীর নাসির হোসেন বলেন 'ব্যাক্তিগত খাতের কারণে বাংলাদেশ এখন একটি অবস্থানে রয়েছে। ৬% জিডিপি ধরে রাখতে পেরেছে। অবশ্য আমি বলবো সম্ভাবনা অনেক বেশি ছিল।'
তিনি বলেন, 'আমরা ভূ-রাজনৈতিক অবস্থানে সুবিধাজনক স্থানে রয়েছি। ভারত, চীন, মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। সাউথ এশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠলে আমরা আরও ভালো অবস্থানে যেতে পারবো।'
তিনি বলেন, 'ব্যাক্তি নিরাপত্তা এখন বিরাট হুমকির মুখে রয়েছে। একজন বিনিয়োগকারী এখন নিজের নিরাপত্তার কথা ভেবে বিনিয়োগ করতে ভয় পায়।'
তিনি আরও বলেন, আমরা প্রথমদিকের ব্যবসায়ীরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এই জায়গা তৈরি করেছি। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রাজনীতিবিদরা সুস্থ পরিবেশ তৈরি করবে, গনতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করবে।'