বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন (বিজিএমইএ) এর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে টাকা খরচ করার প্রয়োজন হয় না, রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন হলেই স্থিতিশীলতা আসবে।
আজ শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে 'অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকটি আয়োজন করেছে দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
তিনি বলেন, ২০৪৫ সালের মধ্যে আমরা দেশের উন্নয়নের স্বপ্ন দেখি, কিন্তু তা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক নেতাদের মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় তিনি আরও বলেন, দেশে স্থিতিশীলতার অভাবে একবার অর্ডার বাতিল হলে বিদেশি ক্রেতারা অন্যদেশে চলে যায়। পরবর্তীতে তারা সাধারণত আর আমাদের দেশে ফিরে আসেনা। তাই ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি না করে দেশের উন্নয়নের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি।