সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, দেশে রাজনৈতিক পরিবেশ সুস্থ রয়েছে আমি মনে করি না। গত কয়েকটি সরকারের অর্থমন্ত্রী দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনীতি যে কালো অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা এখনো চলছে।
আজ শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে 'অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গোলটেবিলের আয়োজন করেছে বাংলাদেশ প্রতিদিন।
মনসুর আহমেদ বলেন, বর্তমান সরকার আইনগতভাবে ঠিক হলেও নৈতিকভাবে ঠিক নয়। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বিভাজন থাকতে পারে। এইখানে সমঝোতার সুযোগ নেই। জঙ্গীবাদ অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যুদ্ধপরাধীদের বিচার কেনো দীর্ঘায়িত করা হচ্ছে। বিরোধী দলকে আন্দোলনে বাধাগ্রস্ত করা যাবে না।