অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার রাতে বেনাপোলের পুটখালি ও দৌলতপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাত পুরুষ, দুই নারী ও দুই শিশু রয়েছে। তারা হলেন: যশোরের আবু রায়হান (২৫), জাহাঙ্গীর বিশ্বাস (৩৫), পাবনার উজ্বল (২৭), সুজন (২৫), ভোলার মিজানুর রহমান (২৬), চাঁদপুরের হারুন (২৮), নড়াইলের রাসেল (৩০), তার স্ত্রী কুলসুম বেগম (২৪), শিশু মেহেদি হাসান (০৪), শিশু আব্দুর রহমান (০১) ও একই এলাকার সুজন শেখের স্ত্রী কুলসুম বেগম(১৯)।
জানা যায়, দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভারতে পাচার করছে খবর পেয়ে পুটখালি সীমান্তের চরেরমাঠ ও দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবির টহলদল। তবে তাদের সঙ্গে থাকা পাচারকারী দালাল চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। রাতেই আটককৃতদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করেছে বিজিবি।