নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পিনাক-৬-এর মতো দুর্ঘটনা এড়াতে পবিত্র ঈদুল আজহার আগে ও পরে এবার লঞ্চঘাটগুলোতে অতিরিক্ত তদারকির ব্যবস্থা করা হবে। এবার ঈদ ও শারদীয় দুর্গাপূজা প্রায় একসঙ্গে উদযাপিত হবে বলে সড়ক ও নৌপথে বাড়তি চাপ থাকবে। আজ রবিবার ঈদ ও পূজাকে সামনে রেখে নৌপথে চলাচলবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা, সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসন এবং শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, সার্বিক চলাচল সুষ্ঠু করতে মন্ত্রণালয়, নৌপরিবহন কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা, সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।