রাজধানীর কদমতলী থানায় গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাঁধা দেওয়া সংক্রান্ত একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালতে অভিযোগপত্র গ্রহণের সময় মির্জা ফখরুল উপস্থিত না হওয়ায় আজ রবিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম ইউনুছ খান।
মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা জানান, মিজা ফখরুল ইসলাম আলমগীর যে এ মামলার আসামি তা আমাদের অবগত করেন নাই আদালত। এ মামলায় এজহারে তার নাম ছিল না।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর কদমতলী থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কদমতলী থানায় মামলা (নং ১৭(১২)১২) করে পুলিশ। এ মামলায় এ বছরের ২২ জানুয়ারি কদমতলী থানার এসআই জাহিদ খান মির্জা ফখরুলসহ ৬১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।