২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষে সর্বোচ্চ ১০টি কোম্পানি ও ১০ করদাতাদের (প্রতি করবর্ষের জন্য) ট্যাক্স কার্ড (সম্মাননা) প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ঘোষিত ‘জাতীয় ট্যাক্স কার্ড প্রদান নীতিমালা-২০১০’ এর বিধান অনুযায়ী জাতীয় পর্যায়ে দুই করবর্ষে মোট ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে এ কার্ড প্রদান করা হবে। এ ছাড়া সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মোট ৩৬২ জনকে সর্বোচ্চ আয়কর পরিশোধের সম্মাননা দেওয়া হবে।
‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’-এ স্লোগান নিয়ে ১৫ সেপ্টেম্বর পালিত হতে যাচ্ছে সপ্তম জাতীয় আয়কর দিবস। এ উপলক্ষে আগামীকাল সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় পর্যায়ে নির্বাচিত ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড তুলে দেবেন। ওই দিনই সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে অন্যদেরও সম্মাননা প্রদান করা হবে।
দায়িত্বশীল নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে ও ফাঁকিবাজ করদাতাদের করের আওতায় আনতে তৃতীয়বারের মতো এ সম্মাননা প্রদান করতে যাচ্ছে এনবিআর। এর আগে ২০১২ সালের ৩১ ডিসেম্বর এনবিআর প্রথমবারের মতো ২০০৯-১০ অর্থবছরের আয়কর জমা দেওয়ার জন্য সম্মাননা প্রদান করে।
প্রসঙ্গত, ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।
এদিকে সপ্তম আয়কর দিবস উপলক্ষে আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় আয়কর মেলার আয়োজন করছে এনবিআর। বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতেও একই সময়ে এ মেলা অনুষ্ঠিত হবে।