'নিজের বাড়ি রক্ষায় ক্ষমতাসীনদের সন্তুষ্ট করতেই ব্যারিস্টার মওদুদ আহমদ তার লেখা বইয়ে বিএনপি চেয়ারপারসন, তার পরিবার ও দলের সমালোচনা করেছেন' বললেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ।
তিনি বলেন, 'এ সব দলছুট নেতাদের এ ধরনের বক্তব্যে বিএনপির নেতাকর্মী ও দেশবাসী বিভ্রান্ত হবে না।'
এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আজ সোমবার সকাল সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেসবিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী আহমেদ দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সম্প্রতি প্রকাশিত বইয়ে জঙ্গিবাদের সঙ্গে বিএনপির সম্পর্ক, ছেলেদের প্রতি খালেদা জিয়ার প্রীতি এবং চারদলীয় জোট সরকারের দুর্নীতির প্রসঙ্গ থাকায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানান।
তিনি মওদুদকে ‘ডিগবাজ’ ও ‘দলছুট’ আখ্যায়িত করে তার বইয়ের বক্তব্যে চরম বিস্ময় প্রকাশ করেন।
রিজভী বলেন, 'মওদুদ আহমদ দলের সিনিয়র নেতা। তার এই বই সম্পর্কে আমি দলীয় বক্তব্য দিতে পারব না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার বক্তব্য সঠিক নয়। চারদলীয় জোট সরকারের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক থাকলে তিনিও তো সে সময় মন্ত্রিসভায় ছিলেন। তাহলে কেনো তিনি পদত্যাগ করলেন না।'
রিজভী আরও বলেন, 'নিজের ছেলেদের প্রতি যদি খালেদা জিয়ার অনুকম্পা থাকত তাহলে তিনি আগেই ছেলেদের বিদেশে পাঠিয়ে দিতেন। খালেদা জিয়া ওয়ান ইলেভেন সরকারের কথা না শোনার কারণেই তার ছেলেদের ওপর নির্যাতন হয়েছে, তারা এখনও খুড়িয়ে খুড়িয়ে চলছেন।'
তিনি বলেন, 'মওদুদ আহমদের মত একজন সিনিয়র নেতা কাদের খুশি করার জন্য এই বই লিখেছেন তা আমার জানা নেই। তিনি অনেক দিন ধরে রাজনীতি করেন, তবে যখনই নিজের স্বার্থ আসে তখনই এ ধরনের কথা বলেন।'
ভারতীয় এক সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, 'ওই সাংবাদিক যেসব নেতা সব সময় রঙ বদলায় তাদেরকে ফাস্টফুডের সঙ্গে তুলনা করেছেন এবং এসব দলছুট নেতারা জনগণের কাছে ধরা পড়েন।'
মওদুদ সম্পর্কে রিজভী বলেন, 'কাক সাত সমুদ্র তের নদী পেরিয়ে গেলেও সে কাকই থাকে। কোনো ডিগবাজ, আদর্শহীন ও দলছুট নেতার বইয়ে বিএনপির কিছুই আসে যায় না। নিজেদের স্বার্থে সময়ের প্রয়োজনে যারা রঙ বদলায় মানুষের কাছে তারা ধরা পড়ে।'
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, আবদুস সালাম প্রমুখ।