তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বইয়ে প্রমাণিত হয়েছে, বিএনপি নেত্রী আত্মঘাতী রাজনৈতিক ভুল করেছিলেন। মনে রাখবেন, মওদুদ ভাই লেখেন ভালো কিন্তু রাজনীতির ভূমিকা করেন খারাপ। সেটাই দেখার বিষয়, এখন মওদুদ ও এ কে খন্দকাররা কোন রাজনীতি করবেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। চলমান রাজনীতি শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি নেত্রী ৫ জানুয়ারি নির্বাচনে না এসে ভুল করেছেন। নিজেকে নিজেই মাইনাস করেছেন। এখন সে ধারা থেকে ফেরত আসতে চাচ্ছেন। কিন্তু স্বাভাবিক রাজনীতিতে ফেরার নামে মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি, জঙ্গিবাদীদের দিয়ে অশান্তি সৃষ্টি করা, বিদেশি প্রভূদের ত্রাণকর্তা হিসেবে মনোরঞ্জন করছেন, চক্রান্ত ও ষড়যন্ত্রের রাজনীতি করছেন। মহাজোট তার চারটা নোংরা খেলার ভূত তাড়াবে। তাহলে বাংলাদেশ আর পেছনের দিকে যাবে না। তিনি বলেন, অনেকে দেশে বসে বই লিখে তার (খলেদা) এ নোংরা পথে সহায়তা করছেন। বিদেশে বসে তার ছেলে সেটা করছে।
১৪ দলের অন্যতম শরিক দলের নেতা ও সরকারের এই প্রভাবশালী মন্ত্রী বলেন, এখন রাজনীতির নামে দলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করা হচ্ছে। মনে রাখবেন শেখ হাসিনার সৈনিকরা এসব করতে পারে না।
একে খন্দকারের বইয়ের সমালোচনায় তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বিশালত্বের সামনে আমি পিঁপড়ার সমান। তার পেছনে অনেক বড় কমান্ডার ছিল, ছোট-বড় অসংখ্য পিঁপড়া আছে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা হাতির গল্প বলার মত। একে খন্দকার সাহেব হাতির গল্প বলতে গিয়ে কিছু বিভ্রান্তি ছড়িয়েছেন। এটা সবাই জানে তিনি (বঙ্গবন্ধু) ৭ মার্চের ভাষণে পাকিস্তান রাষ্ট্রের কফিনে শেষ পেরেক মেরেছেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, জাসদ-এর মহানগর সভাপতি মীর সাজ্জাদ হোসেন, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আবদুল হাই কানু, হুমায়ূন কবির প্রমুখ।