বাইরের অনভিজ্ঞ আমলা কর্মকর্তাকে পদায়নের আদেশ বাতিল করে সংস্থায় কর্মরত অভিজ্ঞ কৃষিবিদ কর্মকর্তাকে বীজ ও উদ্যান উইংয়ের সদস্য পরিচালক হিসেবে পদায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তারা। অাজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বিএডিসি কৃষিবিদ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি কৃষিবিদ আজিজুল হক। এতে বলা হয়, বীজ ও উদ্যান উইংয়ের মাধ্যমে বীজ উত্পাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১৯৮৫ সাল থেকে সদস্য পরিচালক পদে বিএডিসিতে কর্মরত কৃষিবিদদের মধ্য থেকে পদায়নের রীতি চলে আসছে। এছাড়া ১৯৮৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে সংস্থার অভিজ্ঞ কৃষিবিদকে সদস্য পরিচালক পদে পদায়নের কথা বলা হয়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় নিজের নিয়ম ভেঙ্গে ওই শূন্য পদে যুগ্ম সচিব পদ মর্যাদার এক অনভিজ্ঞ কর্মকর্তাকে গত ৩ সেপ্টেম্বর পদায়নের আদেশ জারি করে।
এই আদেশের প্রতিবাদে তারা ১১ সেপ্টেম্বর থেকে কর্ম বিরতীসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এমনকি কৃষিমন্ত্রী ও কৃষি সচিবকেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। তারা বলেন, কৃষিতে সরকারের সফলতায় মানসম্মত বীজ উত্পাদন ও বিতরণ কার্যক্রম বিনষ্ট করতে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। আমরা এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। সংস্থার এই কারিগরি গুরুত্বপূর্ণ পদটিতে বাইরের অনভিজ্ঞ কর্মকর্তা পদায়নের আদেশ বাতিল করে বিএডসিতে কর্মরত একজন জ্যেষ্ঠ কৃষিবিদকে অবিলম্বে ওই পদে পদায়নের দাবি জানানো হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি করেন নেতারা।