আসন্ন শারদীয়া দুর্গাপূজাকে আনন্দমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়াটারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
হাসান মাহমুদ খন্দকার বলেন, প্রতিমা তৈরি, পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনসহ দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ থেকে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো মহল যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নিমচন্দ্র ভৌমিক, সভাপতি কাজল দেবনাথ, সহসভাপতি মিলন কান্তি এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জিতেন্দ্রলাল ভৌমিক, সাধারণ সম্পাদক নারায়ন সাহা মনি, পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক প্রমুথ উপস্থিত ছিলেন।