সংবিধানের ষোড়শ সংশোধনীর বিরোধীতাকারীদের বিষয়ে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আইনজীবীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। একইসঙ্গে বিরোধীতাকারীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘ষোড়শ সংশোধনী ও ৭২-এর সংবিধান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আওয়ামী আইনজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত বলেন, যারা রাজনৈতিকভাবে এই আইনের বিরোধীতা করছে তারা গণতন্ত্র চায় না, বিচার বিভাগের স্বাধীনতা চায় না। অজ্ঞতাবশত বিরোধীতা করলে ভিন্ন বিষয়। তবে রাজনৈতিকভাবে কেউ বিরোধীতা করলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। এ দায়িত্ব কেবল আইনজীবীদের নয়, সবার।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু,খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।