ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আদালতের দেওয়া রায়ে মুক্তিযোদ্ধারা খুশি হতে পারে নাই, খুশি হয়েছে জামায়াত। তাই তারা খুশি হয়েই আজকের এই হরতাল দিয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতাল বিরোধী অবস্থানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে সর্বোচ্চ আদালতে আমৃত্যু কাদারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াত। হরতালের প্রথমদিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতাল বিরোধী অবস্থান নেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ নগর আওআমী লীগের নেতৃবৃন্দ।
মায়া আরও বলেন, জামায়াতের এ হরতাল পিঠ বাঁচানোর হরতাল। ফাঁসি থেকে বেঁচে যাওয়ায় তারা রায়ে আনন্দিত হয়ে এ হরতাল দিয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এ রায় মেনে নিতে পারছি না। দেশের সাধারণ মানুষও এ রায় মেনে নেয়নি।