মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপন শেষে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যে কোনো দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখে মামলাটি সিএভিতে রেখে দেয়। এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম।
আদালতে আজহারের বিরুদ্ধে আইনি যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর তুরিন আফরোজ ও জিয়াদ আল মালুম। অপরদিকে আসামি পক্ষে আব্দুস সোবহান তরফদার ও শিশির মোহাম্মদ মনির উপস্থিত ছিলেন।
আসামি পক্ষে গত ১৪ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আজহারের আইনজীবী। এর আগে ১৮ থেকে ২৬ আগস্ট পর্যন্ত আজহারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউশন।
গত বছরের ২৬ ডিসেম্বর থেকে আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তার বিরুদ্ধে সর্বমোট ১৯ জন প্রসিকিউশনের সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেন।
একই বছরের ১২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল-১।
এ সব অভিযোগের তদন্তকালে ৬০ জনেরও বেশি ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলাটি তদন্ত করেন তদন্ত সংস্থার কর্মকর্তা (আইও) এসএম ইদ্রিস আলী।