‘সংসদের কাছে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা দিয়ে সরকার সম্পূর্ণ অনৈতিক ও অবৈধভাবে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করেছে’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তাই সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবিধানের এ সংশোধনীর নিন্দা জানিয়ে খন্দকার মাহবুব বলেন, বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য এই সংশোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিশিষ্ট আইনজীবী, বুদ্ধিজীবী, এমনকি গণমাধ্যম এই সংশোধনের বিপক্ষে থাকা সত্ত্বেও বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবে নিয়ন্ত্রিত করার জন্য তারা সংশোধন করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ- সম্পাদক নাসরিন আকতার ও রেজাউল করিম খন্দকার প্রমূখ।