নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর তাসনিমসহ সাত সদস্যকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
টঙ্গীর তুরাগ থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেএমবির একটি দল নাশকতার পরিকল্পনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।