গাজীপুরের জয়দেবপুর রেলজংশনে ঢাকা থেকে জয়দেবপুরগামী তুরাগ কমিউটার ট্রেনের দুইটি বগিতে আজ বৃহস্পতিবার সকালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেন থেকে নেমে পালানোর সময় জনগণ একজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে তুরাগ কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যাত্রীবেশী দুই দুর্বৃত্ত ট্রেনের দুই বগির দুটি সিটে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রেনের বগির কয়েকটি সিট পুড়ে যায়। আগুন ধরিয়ে ট্রেন থেকে দ্রুত নেমে পালানোর সময় মমিন নামে এক যুবককে আটক করে জনতা।
আটককৃত যুবকের কাছ থেকে এক বোতল পেট্রল উদ্ধার করা হয়। মমিন গাজীপুর শহরের জোড় পুকুর এলাকায় ভাড়া বাসায় থাকে। তার বাড়ি শেরপুর বলে পুলিশ জানিয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের এএসআই মোঃ দাদন মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে তুরাগ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, জয়দেবপুর স্টেশন থেকে যথারীতি সব ট্রেন ছেড়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা