রাজধানীতে যানজটের কবলে পড়লেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ২টার দিকে হোটেল রূপসি বাংলা-বাংলামোটর সড়কে যানজটে আটকা পড়েন তিনি। সচিবালয়ে কেবিনেট মিটিং শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফিরছিলেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর যানজটে আটকা পড়ায় সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের দৌঁড়ঝাপ শুরু হয়ে যায়। তবে খুব বেশি সময় প্রধানমন্ত্রীকে আটকা থাকতে হয়নি। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সড়ক বন্ধ করে প্রধানমন্ত্রীর যাওয়ার পথ পরিস্কার করে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ