মাগুরা -১ শূন্য আসনের উপ-নির্বাচন আগামী ৩০ মে নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম ইসির মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করা হয়।
এদিন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, যাচাই-বাছাই ৪ মে ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে।
কমিশন সচিব আরও জানান, গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়ে পড়ে। নিয়ম অনুযায়ী, কোনো আসন শূন্য হলে তার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে হিসেবে ৬ জুনের মধ্যে নির্বাচন করতে হবে। একারণে মোতাবেক তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব