রাজধানীর কাওরানবাজারে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহানগর ছাড়া বুধবার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। একইকারণে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ করবে দলটি।
সোমবার রাত পৌনে ৮টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
এরআগে, রাজধানীর কারওয়ান বাজারে প্রচারণার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ইট ছুড়ে মারেন।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব