রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর এম এ মাজেদ জানান, পীরগাছা থানা পুলিশ বিএনপির দুইজন এবং মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার বিএনপি-জামায়াত কর্মীদের বিরুদ্ধে পীরগাছা এবং মিঠাপুকুর থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।
এদিকে একই অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলার পলাতক ৫২ আসামিকে গ্রেফতার করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ এ অভিযান অব্যাহত রাখা হবে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ