বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে চলার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবে। একইসঙ্গে উন্নয়নের ক্ষেত্রে দেশের কর্মঠ জনশক্তিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত দেন তিনি।
বুধবার জাকার্তায় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে দুই নেতা সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে এসব কথা বলেন।
বৈঠকে শিনঝো আবে তার গত সেপ্টেম্বরের ঢাকা সফর ও তারও আগে মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের কথা উল্লেখ করে বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক দিনে দিনে আরও উন্নত হচ্ছে। বাংলাদেশে জাপানের দেওয়া ঋণসহায়তার প্রকল্পগুলোর অগ্রগতিরও প্রশংসা করেন শিনঝো আবে। বিশেষ করে মাতারবাড়ি কয়লা-বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে জোর দেন তিনি।
এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচনে জাপানকে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও একবার ধন্যবাদ দেন শিনঝো আবে।
বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এসময় দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ায় শিনঝো আবেকে অভিনন্দন জানান। বলেন, তার সময়কালে জাপান-বাংলাদেশ সম্পর্ক একটি নতুন মাত্রা পেয়েছে। দিনে দিনে আন্তর্জাতিক ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক গুরুত্ব পাচ্ছে।
জাপান ও বাংলাদেশের মধ্যে একটি সমন্বিত অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন আবে। বর্তমানে জাপানের সহায়তায় যেসব প্রকল্প চলছে তা দ্রুত ও যথাসময়ে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকের এক পর্যায়ে বাংলাদেশের জনগণকে কর্মঠ ও নিষ্ঠাবান বলে উল্লেখ করেন জাপানের প্রধানমন্ত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৫/মাহবুব